আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন। দিনটি সফলভাবে পালনের লক্ষ্যে দোয়ারাবাজারের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সাবেক লক্ষিপুর ইউপি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, দোহালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, পান্ডারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুদ্দিন আহমেদ, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক বশির মিয়া, অবসর প্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রফিকুল উদ্দিন, ছালিক মিয়া, নজরুল ইসলাম, কামরুজ্জামান ভূইয়া রুবেল, বোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বুলবুল আহমদ, উপজেলা ড্রাইভার শ্রমিক সংগঠনের সভাপতি মো. মাসুক মিয়া, তোফায়েল আহমেদ, আকবর আলী প্রমুখ।
এসময় এমপি মুহিবুর রহমান মানিক নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে দেয়া সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে উদ্ভাবন শীর্ষক বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সমাজসেবার স্টলে শতাধিক উপকারভোগীর মাঝে বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা ও শিশু ভাতার বই বিতরণ করেন তিনি।