দোয়ারায় নদী ভাঙনে নিঃস্ব হওয়ার পথে মুক্তিযোদ্ধা উস্তার আলী

‘সাড়ে তিন একর জমি ছিল বাড়িতে কিন্তু সব জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখন ভিটেবাড়িও নদীতে চলে যাচ্ছে। অন্য কোথাও জায়গা না থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে এ ঘরেই আছি।’ অশ্রুসিক্ত চোখে কথাগুলো বলছিলেন দোয়ারাবাজারে উপজেলার বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী (৭৩)। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।

উপজেলার সুরমা নদীর বুকে অর্ধেক ঝুলে থাকা ঘরে ১৫ সদস্য নিয়ে বসবাস করছেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী। গত কয়েক বছরে সুরমা নদীর অব্যাহত ভাঙনের ফলে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। সম্প্রতি সুরমা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করলে ইতোমধ্যে বসতবাড়ির উঠোন চলে যায় নদী গর্ভে। ঝুলন্ত ঘর ভেঙে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

সোমবার বিকেলে সরেজমিন গেলে বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘২০১৬ সাল থেকে আমার বাড়ির পাশ ভাঙছে। ভাঙনরোধে প্রশাসন, জনপ্রতিনিধি কতোজনের দ্বারে দ্বারে ঘুরেছি, কোনো প্রতিকার পাইনি। সোমবার দুপুরে ভঙনের শব্দে ঘুম থেকে জেগে দেখি বারান্দার মাটি নদীতে চলে গেছে। নতুন ফাটল দেখা দিয়েছে বসতমাটিতে। সম্প্রতি গণমাধ্যমে নদী ভাঙনের সংবাদ প্রকাশিত হলে জালালপুর জামে মসজিদ রক্ষায় পাউবো বালি ফেলার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু আমার বসতভিটা নদী গর্ভে চলে গেলেও কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। আমার পরিবার পরিজনকে আগেই অন্যত্র সরিয়ে দিয়েছি। আমি আমার পৈতৃক ভিটা ছাড়বো না। এখানেই মরতে চাই।’

একইভাবে তীব্র ভাঙনের কবলে পড়ে জালালপুর গ্রামের রাজু মিয়া রাসুর অটো রাইস মিলটিও এখন নদী গর্ভে বিলীন হওয়ার পথে।

পাউবো সুনামগঞ্জের এসডিও সমশের আলী মন্টু বলেন, ‘গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আমরা জালালপুর জামে মসজিদ ভাঙন প্রতিরোধে বালিভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেই। বীরমুক্তিযোদ্ধার বসতভিটায়ও জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’