দোয়ারাবাজার সড়ক পানির নিচে, যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সড়ক উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তিনটি ইউনিয়নের।

দোয়ারাবাজার-বোগলাবাজার সড়কের শরীফপুর গ্রামে সড়ক তলিয়ে গেছে আর এই সড়কে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনের ব্রিজের এপ্রোচের মাটি সরে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আরেকটি অংশে । উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে লক্ষিপুর, বোগলাবাজার ও সুরমা ইউনিয়নের।

গত কয়দিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার পাহাড়ি নদী খাসিয়ামারা, চিলাই, চেলা নদী, মরা চেলা নদী ও সুরমাসহ সবকটি নদ-নদী ও হাওরের পানি বৃদ্ধি পাচ্ছে। গুরুত্বপূর্ণ এই সড়কে পানি উঠার ফলে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনটি ইউনিয়নের। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী সহ স্থানীয় লোকজন। সড়কে পানি বৃদ্ধির ফলে এই অংশ থেকে নৌকায় যাতায়াত করা লাগে। ছোট নৌকায় অধিক ঝুঁকি নিয়া চলাচল করতে হচ্ছে তিনটি ইউনিয়নের জনগণ।

সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের কাঁঠাল ও সবজি ব্যবসায়ী বলেন,আমাদের টেংরাটিলার কাঁটালের বেশ চাহিদা ছিল এলাকায় কিন্তু গত ৫ দিন যাবৎ কাঁঠাল নিয়া দোয়ারাবাজার বাজারে আসতে পারছি না। শরীপপুর গ্রামে সড়কটি প্রতি বছর পানির নিচে তলিয়ে যায়। এই সড়কটি উঁচু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

উপজেলার সুরমা ইউনিয়নের ইউপি সদস্য শরীপপুর গ্রামের বাসিন্দা মো.শাজাহান মিয়া জানান, গত তিন চারদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় ভারত থেকে কয়েকটি পয়েন্ট দিয়ে ঢলের পানিও নামছে বেশী। প্রতিবছর আমাদের গ্রামের ভেতর দিয়ে দোয়ারাবাজার সদর থেকে সুরমা টু-বোগলাবাজার ও লক্ষিপুরের যোগাযোগের যে সড়ক সেটা প্রতি বছর অল্প বন্যা হওয়ার সাথে সাথে এই সড়কটি পানির নিচে তলিয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি বছর বলে আসছি এই অংশটুকু উঁচু করার জন্য, আমরা দাবি জানিয়ে আসছি কিন্তু কিছু হচ্ছেনা।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানালেন, এই সড়কের দুই জায়গায় গাড়ি বদল করে যেতে হচ্ছে এলাকাবাসীর। নাইকো ব্রিজের এপ্রোস অতিরিক্ত পানির তোরে ভেঙ্গে এই অংশ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। এই অংশ মেরামত করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা করা হবে। আর শরীপপুর যে অংশ প্রতি বছর অল্প বন্যা হলেই সড়কটি পানির নিচে তলিয়ে যায়, সেই অংশ উঁচু করারজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করব।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহার নিগার তনু জানান, বর্তমানে ভারতে কম বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত লোকালয়ে পানি প্রবেশ করেনি। সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে ব্রিজের এপ্রোস ভেঙ্গে গেছে। সেই জায়গায় যোগাযোগ ব্যবস্থার করার জন্য দ্রুত কাজ করা হচ্ছে।