আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদে নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিতব্য সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন প্রার্থীরা।
সোমবার (১৩ মে) ছিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই জমে উঠেছে নির্বাচনী মাঠ, প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
দোয়ারাবাজার উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দিলেও একজন প্রত্যাহার করায় চেয়ারম্যান পদে ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন প্রার্থী সহ মোট ২০ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক পেয়েছেন ‘মোটর সাইকেল’, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী পেয়েছেন ‘আনারস’ , দেওয়ান আশিদ রাজা চৌধুরী পেয়েছেন ‘কাপ পিরিচ’, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম পেয়েছেন ‘দোয়াত কলম’ ও মো. নুরুল আমিন পেয়েছেন ‘ঘোড়া’।
ভাইস চেয়ারম্যান পদে মো.তাজির উদ্দিন ‘তালা’, নুর হোসেন মো. আবদুল্লাহ ‘মাইক’, মো.বশির আহমদ ‘চশমা’, মো. আবু বকর ছিদ্দিক ‘বৈদ্যুতিক বাল্ব’, মো. জিয়াউর রহমান ‘উড়োজাহাজ’, মো. রাসেল মিয়া ‘টিয়া পাখি’, মো. আবুল কালাম ‘টিউবওয়েল’, শরীফ আহমদ ‘পালকী’, জেইউ সেলিম ‘বই’ ও সোনাধন দে ‘গ্যাস সিলেন্ডার’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম পেয়েছেন ‘প্রজাপতি’, শামসুন নাহার (রুমি) ‘ফুটবল’, মোছা. শিরিনা বেগম ‘হাঁস’, মোসাম্মৎ লাইলী আক্তার লাকি ’সেলাই মেশিন’ ও ঝর্ণা রানী দাশ পেয়েছেন ‘কলস মার্কা’।