দোয়ারাবাজারে সুরমা নদীর পানিতে পড়ে ভারসাম্যহীন যুবক নিখোঁজ

দোয়ারাবাজারে সুরমা নদীতে পড়ে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার দোহালীয়া ইউনিয়নের জঙ্গলশ্রী গ্রামে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে নিখোঁজ হওয়া যুবক জঙ্গলশ্রী গ্রামের সমিজুল হকের পুত্র এনামুল হক (১৬)।

পারিবারিক সুত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০ টার দিকে বাড়ি থেক বের হয়ে সুরমা নদীতে নেমে পড়ে, পেছনে পেছন তার বাবা দৌড়ে আসলেও তাকে ফেরাতে পরেননি। পরে খবর পেয়ে দোয়ারাবাজার থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ ৬ ঘন্টা উদ্ধার কাজ পরিচালনা করার পরও তাকে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ এনামুল হকের মামা জাহান আলী বলেন, এনামুল হক গত কয়েকদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। তাকে সব সময় আমদের পাহারায় রাখা হতো।

দোয়ারাবাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.আব্দুল হান্নান বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করি। আমাদের ডুবুরির দল দীর্ঘ ৭ ঘন্টা উদ্ধারের জন্য চেষ্টা করেছি। সন্ধ্যা হওয়ার পর আমাদের উদ্ধার অভিযান আজকের মত স্থগিত করা হয়েছে। শনিবার আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

দোয়ারাবাজার থানার এস আই মো.বাসার আহমেদ বলেন, পরিবার সুত্রে জানাগেছে ছেলেটা আগে থেকেই মানসিক ভারসাম্যহীন। শুক্রবার সকালে দৌড়ে গিয়ে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান চালানো হচ্ছে।