দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পহেলা ডিসেম্বর। বাছাই ৩ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর। এছাড়া প্রতীক বরাদ্দ হবে ১১ ডিসেম্বর।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সুরমা ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করবেন উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলার ৯ নম্বর সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা এম এ হালিম বীরপ্রতীকের মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ওই ইউনিয়নে জমে ওঠেছে নির্বাচনী হাওয়া। উপ-নির্বাচন ঘিরে তৎপর রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা।
নিজেদের প্রার্থীতার কথা জানান, দিয়ে ইতোমধ্যে একাধিক প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তাঁরা এলাকাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩ শ’ ১৯ জন।