ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির অভিযোগে দোয়ারাবাজার থানার বিশেষ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চুরি যাওয়া অটোরিক্সার যন্ত্রাংশও উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতভর দোয়ারাবাজার থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির সাথে জড়িত সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি দক্ষিণ গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ মিজান মিয়া (২২), দোয়ারাবাজার উপজেলার বড়খাল গ্রামের মোঃ ফুরকান আলীর ছেলে আল আমিন (২০) ও উত্তর কলাউড়া গ্রামের শম গাজীর ছেলে মোঃ আব্দুর রহিম (৫৫)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় ছাতক থানাধীন বকিরপাড় গ্রামের মোঃ আব্দুল আজিজ (২০) ও গ্রেফতারকৃত আসামি মোঃ মিজান মিয়া ব্যাটারি চালিত অটোরিক্সায় করে বিভিন্ন স্থানে মুদি দোকানের মালামাল সরবরাহ করেন। গত ২২ সেপ্টেম্বর তার দোয়ারাবাজার থানাধীন পূর্ব বাংলাবাজারে মালামাল দিতে আসে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে আসামি মিজান মিয়াকে অটোরিক্সাটি একটি মুদি দোকানের সামনে আনার জন্য আব্দুল আজিজ অটোরিক্সার চাবি দেয়। এসময় মিজান মিয়া অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
এই ব্যাপারে আব্দুল আজিজ দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোঃ মিজান মিয়া ও আল আমিনকে গ্রেফতার করে। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামি আব্দুর রহিমের বাড়িতে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ব্যাটারি চালিত অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যন্ত্রাংশের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
পরে অটোরিকশা চুরির অভিযোগে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।