সুনামগঞ্জের দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের অয়োজন করে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। এসময় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৪ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা দোহালীয়া ইউনিয়নের নতুন নগর গ্রামের মনফর আলীর স্ত্রী হাসিনা বেগম, সফল জননী বাংলাবাজার ইউনিয়নের প্রতাবেরগাঁও গ্রামের আসাদ আলীর স্ত্রী হেলিমা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে জীবন শুরু করা সফল নারী সদর ইউনিয়নের পূর্ব মাছিমপুর গ্রামের আব্দুল গণির কন্যা আকলিমা বেগমের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামীম, সহ-সভাপতি রাজা আহমদ, জুনাব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মছব্বির, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক গৌছুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন, দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজির মাস্টার, মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী এনামুল হক প্রমুখ।