দোয়ারাবাজারে দুই ট্রাক ভারতীয় চিনি আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই ট্রাক ভারতীয় চিনি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসানের নির্দেশনায় এবং এসআই অনুপম দেবনাথ ও এএসআই সৌরভ আহমেদ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজার থেকে ট্রাকভরতি ২শ’ ৩০ বস্তা চিনি সহ দুইটি ট্রাক জব্দ করেন।
এ সময় একজনকে আটক করলেও চোরাকারবারি সহ গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যায়। পুলিশের কাছে আটককৃত চিনির বাজার মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানিয়েছেন, ২শ ৩০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়েছে। সীমান্তে চোরাকারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।