দোয়ারাবাজারে বিদ্যুতের ঝুলন্ত ছেঁড়া তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার দোয়ারাবাজার-বোগলা সড়কের মামনপুর মসজিদ সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার (১৮ অক্টোবর) রাত ৩টার দিকে বিশ্বম্ভপুর উপজেলা থেকে ট্রাকযোগে ধান কাটার হার্ভেষ্টার মেশিন নিয়ে উপজেলার সুরমা ইউনিয়নের মামনপুর গ্রামে যাওয়ার পথে পিডিবির ঝুলন্ত বিদ্যুৎ লাইনে লেগে ধানকাটার মেশিনের চালক মেহেদী হাসানের মৃত্যু হয়। সে বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সিন্ধুয়ার গ্রামের রশিদ আলীর পুত্র।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মো.বদরুল হাসান জানান, গত রাতে মহব্বতপুরের মামনপুর মসজিদের পাশে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। দোয়ারাবাজার বোগলা সড়কে পিডিপির ঝুলন্ত বিদ্যুৎ লাইনে লেগে বিশ্বম্ভপুরের মেহেদী হাসান নামের একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ পিডিবির বিদ্যুতের নিম্নমানের খুটি ও ঝুলন্ত খোলা তারের কারণে সাধারণ মানুষ বিভিন্ন সময় দূর্ঘটনার শিকার হন। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে বিদ্যুৎ লাইনগুলো এলোমেলোভাবে ঝুলে থাকলেও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা।