দোয়ারাবাজারে খেলার মাঠ বন্দোবস্ত বাতিলের দাবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলার মাঠ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন করছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের জামতলা খেলার মাঠে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, শতবছরের পুরনো জামতলা খেলার মাঠটি গোপনে মান্নারগাঁও গ্রামের মৃত বসন্ত দাসের পুত্র পরমেশ্বর দাস পবন স্বামী স্ত্রীর নামে বন্দোবস্ত নিয়ে আসেন। এটি মান্নারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও মাঠ।

বক্তারা বলেন, পরমেশ্বর দাস ভূমিহীন নয়, তবুও তিনি কিভাবে বন্দোবস্ত পেলেন তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে বন্দোবস্ত বাতিল করা না হলে এলাকাবাসী আন্দোলনের ডাক দেবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য দীপক দাস, মছদ্দর আলী, আহ্লাদ দাস, কৃপেশ দাস, অনীল দাস, শুকুর আলী, সমসের আলী, মোহররম আলী, বরুন দাস, নিবারন দাস, কালামন মিয়া, প্রতিন্দ্র দাস, শফিক মিয়া, হিরণ দাস, নাজিম উদ্দিন প্রমুখ।