দেশে তৈরি মোবাইল ফোনের দাম আরো বাড়বে

দেশে তৈরি মোবাইল ফোনের ওপর ভ্যাট (মূল্য সংযোজন কর) বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এই প্রস্তাব কার্যকর হলে মোবাইল ফোনের দাম আরো বাড়বে। চলতি অর্থবছরের (২০২২-২৩) বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী মোবাইল ফোনের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাব পাসের পরে মোবাইল ফোনের দাম বাড়ে। এবারের বাজেটে ভ্যাট প্রস্তাবের ফলে মোবাইল ফোনের দাম আরো বাড়বে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যম বাজে বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তিন ধরনের দেশি কোম্পানির (স্থানীয় উৎপাদন পর্যায়ে) মোবাইল ফোনের উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন।

যেসব কোম্পানি যন্ত্রাংশ নিজেরা তৈরি করবে এবং মোবাইল ফোন উৎপাদন করবে, সেসব কোম্পানির ওপর শূন্য (০) শতাংশের পরিবর্তে ২ শতাংশ হারে ভ্যাট বসবে।

অপরদিকে যেসব কোম্পানি মোবাইল ফোন সংযোজন করে, তাদের বেলায় দুইভাবে ভ্যাটের প্রস্তাব করা হয়েছে। যেসব কোম্পানি অন্তত দুটি যন্ত্রাংশ নিজেরা তৈরি করে মোবাইল ফোন বানায়, তাদেরকে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।

আর যারা সব যন্ত্রাংশ আমদানি করে শুধু মোবাইল সংযোজন করে, তাদেরকে ৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট দিতে হবে। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নতুন ভ্যাটের এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী।