দেশের ২৬ শতাংশ প্রাথমিক বিদ্যালয়গুলোতে নেই ব্যবহার উপযোগী টয়লেট। শতকরা ৯ ভাগের বেশি বিদ্যালয়ে ওয়াশ ব্লক বা টয়লেট কিছুই নেই। ১১ দশমিক শূন্য ৭ ভাগ স্কুলে ব্যবহার উপযোগী নলকূপ বা পানির উৎস নেই। শুধু ব্যবহার উপযোগী ওয়াশ ব্লক আছে ৩৬ দশমিক ৩৫ শতাংশ বিদ্যালয়ে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উত্থাপিত সরকারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। গত ২ মার্চ সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সারাদেশ থেকে এই তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়। দেশের সব উপজেলায় প্রাথমিকের শিশুদের জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হয়েছে কিনা, তা জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিবেদন সংগ্রহের পরামর্শ দেয় কমিটি। এ পরিপ্রেক্ষিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় মন্ত্রণালয়। এতে এ পর্যন্ত ৫৪টি জেলার তথ্য পাওয়া গেছে।
এ তথ্য বিশ্নেষণে দেখা যায়, ৫৪ জেলার ৫৪ হাজার ৫১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবহার উপযোগী ওয়াশ ব্লক আছে ১৯ হাজার ৮১৬টিতে। ব্যবহার উপযোগী টয়লেট আছে ৩৯ হাজার ৯৬৮টিতে। ৪ হাজার ৯৫১টিতে ওয়াশ ব্লক বা টয়লেট কিছুই নেই। নলকূপ বা পানির উৎস নেই ৬ হাজার ৩৭টিতে। সাবান বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে ৫৪ হাজার ২৭টিতে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত উপায়ে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে ৫১ হাজার ৬২০টি স্কুলে।