দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) মাঘের ২৮ তারিখ। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে শুক্রবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে আবার কমতে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে। ফলে এসময় তাপমাত্রা বেড়ে আরও কমে যেতে পারে শীতের তীব্রতা। তবে আগামী তিনদিনের মধ্যে তাপমাত্রা কমে শীত আবার বাড়তে পারে।

তাপমাত্রা সামান্য কমছে তো আবার বাড়ছে- মাঘের শেষ কয়েকটা দিন এভাবেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা কমেছে। তবে কোথাও কোথাও বেড়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনে তাপমাত্রা কমতে পারে।