দেশের সম্পদ বিক্রি করার ‘বাপের মেয়ে আমি নই’: শেখ হাসিনা

ক্ষমতার লোভে বাংলাদেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকার মতো ‘বাপের মেয়ে নন’ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনায় তিনি এ কথা বলেন।

পাকিস্তান আমলে ১৯৮৯ সালের এই দিনে জন্ম হয় আওয়ামী মুসলিম লীগের। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য পরে নাম হয় আওয়ামী লীগ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোওরাওয়ার্দীসহ যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, তাদের স্মরণ করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, “আমরা ২০০১ সালে সরকারে আসতে পারিনি। আমার ওপর প্রচণ্ড চাপ ছিল, আমাদের গ্যাস বিক্রি করতে হবে। আমি বলেছিলাম, এই গ্যাস জনগণের, আর কতটুকু গ্যাস আছে জানি না।

“কাজেই আমার পক্ষে বাংলাদেশের মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে বিক্রি করে ক্ষমতায় থাকব, সেই বাপের মেয়ে আমি না। আমরা চাইনি। কিন্তু মুচলেকা দিয়েছিলেন খালেদা জিয়া।”

স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা জনগণের কথা চিন্তা করেনি, নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, “পলাশীর প্রান্তরে যে সূর্য অস্তমিত হয়েছিল, আওয়ামী লীগ সেই সূর্য উদিত করেছে। আওয়ামী লীগ এ দেশের মানুষকে মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করে দিয়েছে, স্বাধীন দেশ দিয়েছে।”

দীর্ঘ বক্তব্যে পাকিস্তান আমলে ও স্বাধীন দেশে আওয়ামী লীগের অবদান, উন্নয়নে ভূমিকা ও অন্যদের সঙ্গে আওয়ামী লীগের তুলনা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা।

সিলেট ভয়েস/এএইচএম