দেশীয় প্রজাতির মাছ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে বিশেষ অভিযান

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার বিকেলে উপজেলার টাঙ্গুয়ার হাওরে এই অভিযান চালিয়ে অন্তত আড়াই লাখ টাকার মাছ ধরার বিভিন্ন রকমের নিষিদ্ধ জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় চক্রের সদস্যরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানের নেতৃত্বে থাকা তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম এর সত্যতা নিশ্চিত করেন। অভিযানের একপর্যায়ে হাওরে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় জেলেদের এগিয়ে আসার আহবান জানান ইউএনও।

তাহিরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরতে ফাঁদ পেতেছে স্থানীয় একটি চক্র। এমন খবর পেয়ে অভিযান নেমে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন জায়গা থেকে দেড় লাখ টাকা মূল্যের ৩০টি রিং চাই, ৫০ হাজার টাকা মূল্যের একটি কোনাজাল, ৩০ হাজার টাকা মূল্যের তিনশো মিটার নেটপাট্টা, ২ হাজার চারশো টাকা মূল্যের বারোশটি কিরণমালা জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা পরিষদের সংলগ্ন এলাকায় এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

হাওরের দেশীয় প্রজাতির মাছ ও অন্যান্য সম্পদ রক্ষায় এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।