নতুন বছরের প্রথম দিনে আর সবার মতো বই পেয়ে উচ্ছ্বসিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।
সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ-ডিক্যাপ) দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্রেইল বই বিতরণ উৎসব পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা।
প্রধান অতিথির ব্কতব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই তুলে দেয়ার যে পদক্ষেপ নিয়েছেন তা বিশ্বে বিরল। প্রতিকূল অবস্থার মধ্যেও প্রতি বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুবই উচ্ছ্বসিত হয়। এতে করে শিক্ষার্থীদের মধ্যে যে অনুপ্রেরণা সৃষ্টি হয় তা সঠিক শিক্ষা অর্জনে ব্যাপক অবদান রাখে।
তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের বই সাধারণ বইয়ের মতো নয়, ব্রেইল আকারে প্রকাশিত এ বইয়ের প্রকাশনা অনেক জটিল। তবুও সরকার বছরের শুরুতে দেশের প্রতিটি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে বই দিয়ে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি জিডিএফ-ডিক্যাপ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
জিডিএফ এর নির্বাহী পরিচালক ও মহাসচিব বায়জিদ খান এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নজরুল একাডেমির প্রিন্সিপাল, জিডিএফ এর উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিমাংশু বিশ্বাস, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত।
জিডিএফ এর ব্যবস্থাপক স্বপন মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জিডিএফ এর শিক্ষক বায়জিদ শিপন, সুপারভাইজার রায়হান খান, দিদার আহমদ প্রমুখ।