আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিলেটের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের নেতৃত্বে শুরু হওয়া বর্ণাঢ্য র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরন মাহমুদের পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি থাকতে হবে। সঠিক সময়ে মানুষের মাঝে বার্তা পৌঁছানো এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারলে জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সকল স্তরের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপ-পরিচালক মো. নুরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ।
এছাড়া আরও বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক অনিক আহমদ অপু, সেভ দ্যা চিলড্রেনের মো. আল আমিনসহ সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যজিস্ট্রেটগণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সরকারি/বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ।
আলোচনা শেষে রাজা জিসি হাইস্কুলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।