দুর্গাপূজা উপলক্ষে ড. মোমেনের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (১ আক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী সবার সুখ, শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শারদীয় দুর্গাপূজার মূলমন্ত্র হচ্ছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা। সমাজের অন্যায়, অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা।’

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়ীক সম্প্রীতির দেশ। এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।’