শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ ঘন্টা সার্বক্ষনিক জরুরী সেবা নিশ্চিত করতে নগর ভবনে কন্ট্রোল রুম খুলেছে সিলেট সিটি কর্পোরেশন। কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিসিকের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান।
২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত নগর ভবনের ১০৭ নং কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে।
শুক্রবার (২০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে নগর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, ওই প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। নানা জাতি ধর্মের মানুষের একত্র বসবাসে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল অতীত রয়েছে। সম্প্রীতির সেই ঐতিহ্য অটুট রেখে সিলেটের সকল পূজারী ও দর্শনার্থীরা যাতে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন সেজন্য নগরবাসির সহযোগিতা কামনা করছি।’
পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি কর্পোরেশন এলাকার রাস্তা ঘাটে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
এছাড়া পূজার সময় নগরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখলমুক্ত রেখে পথচারিদের চলাচল বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের আহবানও জানান সিসিক মেয়র।