বন্যার পানি নেমে যাওয়ায় দুই দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে সড়কটিতে যান চলাচল শুরু হয়। এর আগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মহাসড়কটির বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে পানি নামতে শুরু করলেও ঘরে ফেরা মানুষদের মধ্যে নতুন শঙ্কা দেখা দিয়েছে। বাড়িতে রান্না করে খাওয়ার কোনো পরিবেশ নেই। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।
টানা ভারী বর্ষণ এবং সাংগু নদী, ডলু নদী ও হাঙ্গর খাল দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তিন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ।
সিলেট ভয়েস/এএইচএম