দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে সিলেটের হৃদয়

বিপিএলে উড়তে থাকা সিলেট স্ট্রাইকার্স দল এবার বড় এক ধাক্কাই খেলো। দলটির ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয় আঙুলের ইনজুরির নিয়ে ছিটকে গিয়েছেন দুই সপ্তাহের জন্য। এই ব্যাটারের হাতে সেলাই পড়েছে ৮টি। সিলেটের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

সিলেটের টিম কর্তৃপক্ষ এক বার্তায় বলেছে, ‘সিলেট স্ট্রাইকার্স ব্যাটার তৌহিদ হৃদয়ের হাতে প্রাথমিকভাবে ব্যান্ডেজ করলেও পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে আটটি সেলাই দিতে হয়েছে। মেডিকেল টিম তাকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) শেরে-ই বাংলার মাঠে ঢাকা ডমিনেটরসদের বিপক্ষে পয়েন্ট থেকে ক্যাচ নেওয়ার সময় হৃদয় হাতের আঙুলে চোট পান।’

১৩ জানুয়ারি থেকে চট্টগ্রামের পর্বে দেখা যাবে না তরুণ এই ব্যাটারকে। এমনকি ২৩ জানুয়ারি থেকে ঢাকা পর্বেও নিশ্চিতভাবে থাকছেন না হৃদয়। ধারণা করা হচ্ছে সিলেট পর্ব থেকে আবারও দলের হয়ে নিয়মিত মাঠে থামবেন তিনি।

চলতি বিপিএলে রীতিমত ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন হৃদয়। ৪ ম্যাচ খেলে ইতোমধ্যে এই ক্রিকেটার তুলে নিয়েছেন তিন অর্ধশতক। এ অবস্থায় তার ছিটকে যাওয়া দলের জন্য এক বড় ধাক্কা বলা যায়।