দুইযুগে যুগান্তর, গোলাপগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা

দৈনিক যুগান্তরের দুইযুগে পদার্পণ ও বর্ষপূর্তি উপলক্ষে গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলীর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) সকালে পৌর অডিটোরিয়ামে প্রথমে কেক কাটা অনুষ্ঠিত হয়। এরপর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও এক আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিম, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) পরিত্রাণ তালুকদার, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম শ্রাবন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা বিএনপি নেতা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এ মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, ফারুক আলী।

এছাড়া উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মাও. এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মাও. সুহেদুর রহমান সুহেদ, বিশিষ্ঠ সমাজসেবক এইচ এম সেলিম, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিম রাজু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, দৈনিক সমকালের প্রতিনিধি রতন মণি চন্দ, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজন চন্দ্র শর্মা, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেন, দৈনিক একাত্তরের স্টাফ রিপোর্টার সাকিব আল মামুন, দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি শান্ত দাস, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের জনি, সাংবাদিক ফাহিম আশরাফ, সাংবাদিক সামিল হোসাইনসহ যুগান্তরের পাঠক, শুভাকাঙ্ক্ষী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন।

এসময় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠার পর থেকে এখনো তার নীতিতে অটল রয়েছে। সত্যে সন্ধানে নির্ভীক থাকার অঙ্গীকার-এ শ্লোগানে এখনো অবিচল রয়েছে যুগান্তর। ফলে দিনদিন পাঠকপ্রিয় হয়ে যুগান্তর হয়েছে দেশসেরা। তৃণমূলের পাঠক থেকে শুরু করে সর্বমহলে সমাদৃত দৈনিক যুগান্তর। পত্রিকাটি শুরু থেকেই সাহসিকতার মাধ্যমে বস্তুনিষ্ঠ, সত্য সংবাদ প্রকাশ করে আসছে।