দিল্লিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১১ জনের

ভারতের দিল্লির আলিপুরে একটি পেইন্ট কারখানায় আগুনে কমপক্ষে ১১ জনের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, একটি পেইন্ট কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়, যা ছড়িয়ে পড়ে দুটি গুদাম ও একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আলিপুরের দয়ালপুর মার্কেটের ওই কারখানা থেকে পুড়ে মৃত্যু হওয়া ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

আগুনে এক পুলিশ সদস্যসহ চারজন আহত হন, যাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় দুজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, তাদের কাছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা ২৫ মিনিটে আগুন ধরার খবর আসে। তৎক্ষণাৎ ছয়টি ইঞ্জিন আগুন নেভাতে যায়, যা নিয়ন্ত্রণে আসে চার ঘণ্টার মধ্যে।

আগুন ধরার আগে কারখানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা থেকে কর্মকর্তারা ধারণা করছেন, সেখানে মজুতকৃত রাসায়নিকের কারণে এমন বিস্ফোরণ হতে পারে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, ‘আগুন পাশের বাড়ি ও নেশা মুক্তি কেন্দ্রে ছড়িয়ে পড়ে। সেখানে বিস্ফোরণ হয়, যে কারণে ভবন ধসে পড়ে ১১ শ্রমিকের প্রাণহানি হয়।

‘মরদেহগুলো ছিল সম্পূর্ণ পোড়া, যা তাদের শনাক্তকরণ কঠিন করে দেয়।’

আগুনের কারণ এখনও জানা যায়নি জানিয়ে এ কর্মকর্তা বলেন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চলছে অভিযান।