দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দিরাইয়ের সচেতন নাগরিকদের দ্বারা পরিচালিত সংগঠন সিলেটস্থ দিরাই শাল্লা উন্নয়ন পরিষদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানার হোটেল ক্রিস্টাল রোজে এই সভা সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মিহির চন্দ্রের সভাপতিত্বে ও মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সিলেটের সাবেক আঞ্চলিক পরিচালক প্রফেসর আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ্য ড. মো. দিদার চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক আনিসুর রহমান মিঠু ও সিলেট ট্রাপিক পুলিশের সার্জেন্ট তাপস সূত্রধরকে সনবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুল মান্নান মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করে দিরাই শাল্লা উন্নয়ন পরিষদের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভায় অধ্যক্ষ ড. দিদার চৌধুরী তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য মেধা বিকাশে শিক্ষার্থীদের প্রতি অভিভাকদের সচেতন থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সিলেট বিভাগে বিজ্ঞানের শিক্ষক অপ্রতুল হওয়ায় বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক অনেক কম হওয়ার ফলে দিন দিন শিক্ষার্থীদের মেধা হ্রাস পাচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের সহকারি পরিচালক আনিছুর রহমান মিঠু।

সভায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এবং দেশের কল্যাণে নিরন্তর কাজ করার আহ্বান করেন সিলেট ট্রাপিক পুলিশের সার্জেন্ট তাপস সূত্রধর।

সংবর্সধনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন আব্দুল লতিফ, অধ্যক্ষ গোলাম রাব্বানী, অধ্যক্ষ সিফাত আলী, সহকারী অধ্যাপক বদিউজ্জামাল, প্রধান শিক্ষক আতাউর রহমান, শফিকুল ইসলাম টিটু, বিনি ইয়ামীন রাসেল, হাফিজ আফিজ উদ্দীন ও সুহেল আহমদ প্রমুখ।