সুনামগঞ্জের দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার।
সহকারী শিক্ষক( ক্রীড়া) মোঃ নূরুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান খোন্দকার বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা দেহ-মনের অক্সিজেন যোগায়, সুস্থ সবল শারিরীক স্বক্ষমতা বাড়ায়। তিনি শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি ও সুশৃঙ্খল ব্যবস্থার প্রশংসা করে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্তিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস, সহকারি শিক্ষক গোলাম মস্তফা রুমী, আব্দুল কাদির, রফিকুল ইসলাম, রুহেল মিয়া সরদার, জিতু মিয়া, তানজিনা সরকার, গৌরাঙ্গ পদ সরকার, লাকী সঞ্চারিনি বিশ্বাস, দিরাই প্রেসক্লাব কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস প্রমূখ।