সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র সহায়তায় ৩ হাজার বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে সপ্তাহব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরের দিকে দিরাই পৌরসভায় ত্রাণ বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচীর সমাপ্ত করে ইউকে ভিত্তিক এই সংগঠনটি।
ত্রাণ বিতরণের সমাপনি অনুষ্ঠানে মকুল চৌধুরীর সভাপতিত্বে ও ইমরুল হাসান সজল’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র বিশ্বজিৎ রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা এড. তাহির রায়হান চৌধুরী পাবেল, জিয়াউর রহমান লিটন, মাইদুল আলম চৌধুরী ও আবদাল আলম চৌধুরী প্রমুখ।
সংগঠনটির বর্তমান সভাপতি সেলিম সরদার এবং সাধারণ সম্পাদক রয়েল মিয়া ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংগঠনের সকল সদস্যকে এবং ত্রাণ কার্যক্রমের সাথে জড়িত সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং যেকোনো দুর্যোগ-দুঃসময়ে দিরাইবাসীদের জন্য তাদের সংগঠনের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেন।