দিরাইয়ে সিএনজি বিক্রির টাকা ছিনিয়ে নিলো ছিনতাইকারীরা

সুনামগঞ্জের দিরাইয়ে থানা গেইট সংলগ্ন সেন মার্কেটের পাশে হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন সুনামগঞ্জ জেলা সিএনজিচালিত অটোরিকশা(২৮৪২) মালিক সমিতির কার্যকরী কমিটির সদস্য ইমামুল হক টিপু।

এ সময় তার সাথে থাকা সিএনজি বিক্রির ১ লক্ষ টাকা হাতিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারীরা।

ইমামুল হক টিপু উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের সফর আলী তালুকদারের ছেলে। এ ব্যাপারে রোববার ইমামুল হক বাদী হয়ে নাজমুল হোসেন, মশিউর রহমান ও নাজিম উদ্দিনসহ ৬ জনকে অভিযুক্ত করে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার ঘটনার কিছুক্ষণ পূর্বে ইমামুল হক টিপু সেন মার্কেটের নীচতলা রুহুল ফ্যাশন থেকে তার বিক্রিত সিএনজির বায়নামা বাবদ ১ লক্ষ টাকা নিয়ে যাওয়ার পথে নাজিম উদ্দিনের নেতৃত্বে হামলা চালিয়ে সব টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় ইমামুল হক টিপুকে বেধড়ক মারপিট করে তার। টিপুর আর্তচিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে উল্লেখিত সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হামলার বীভৎসতার ভিডিও ফুটেজ তাৎক্ষণিক সংগ্রহ করেন দিরাই থানার এসআই মিন্টু দাস। মামলার বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।