দিরাইয়ে পিএফজির সম্প্রীতি সেমিনার

সুনামগঞ্জের দিরাইয়ে সনাতন ধর্মের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নাগরিক সমাজের ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) দিরাই এর আয়োজনে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের পিস অ্যাম্বাসেডর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদারের সভাপতিত্বে এবং সমন্বয়কারী উপজেলা সুজন’র সহ-সভাপতি সামছুল ইসলাম সরদারের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পিস অ্যাম্বাসেডর ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা।

সেমিনারে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পিস অ্যাম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান পিস অ্যাম্বাসেডর গোলাপ মিয়া, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, দিরাই কলেজের প্রভাষক অঞ্জন দাস, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা পারমিতা দাস সুইটি, দিরাই সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাসি দাস, দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ সম্পাদক ধনীর রায়, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রায়, উপজেলা মসজিদের পেশ ইমাম হাফিজ ইদ্রিস আহমদ, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান লিটন, মুজাহিদুল ইসলাম সর্দার, প্রশান্ত সাগর দাস, প্রভাষক মোস্তাক আহমেদ মোস্তাক, উপজেলা উদীচীর সভাপতি নারায়ণ দাস, সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল চৌধুরী, মহিলা অধিদপ্তরের রিমা বেগম, ডিএস প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, পিএফজির সদস্য শিক্ষক পারভিন বেগম, মুহসিনা খাতুন, ইকবাল সর্দার, লিলি বেগম ও মাজেদা বেগমসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।