সুনামগঞ্জের দিরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ জুন) সকাল ১০টায় উপজেলা গণমিলনায়তন হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল আবু সুফিয়ান, সহকারী কমিশনার ভূমি অরুপ রতন সিংহ, সিনিয়র মৎস্যকর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক অবিরাম তালুকদার, মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান হুমায়ূন রশিদ লাভলু, পরিতোষ রায়, লিটন চন্দ্র দাস, একরার হোসেন, জহিরুল ইসলাম জুয়েল, শৈলেন্দ্র চন্দ্র দাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন চৌধুরী প্রমুখ।
কর্মশালায় অংশ গ্রহণ করেন- উপজেলা পর্যায়ে সকল সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, প্রেসক্লাবের প্রতিনিধি, এনজিও, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগন।
বক্তারা নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ও সবার জন্য বিদ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে এবং টেকসই উন্নয়নে করণীয় ব্যাপারে আলোচনা করা হয়।