দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌম্য চৌধুরীর মৃত্যুর প্ররোচনায় মামলায় জড়িতদের দৃষ্টান্ত মূলুক শাস্তি দাবি তোলা হয়েছে।
সোমবার (১৯ জুন) উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এ দাবি তোলেন জনপ্রতিনিধিসহ উপস্থিত সদস্যরা।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, জগদল ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু, রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য ইউপি চেয়ারম্যানগণ।
সভায় এ সময় সৌম্য চৌধুরীর মৃত্যুর ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করে তার স্ত্রী ইলা চৌধুরী থানায় মামলা করেছন। আশা করি পুলিশ দ্রুত ব্যবস্থা নিবে।
উল্লেখ্য, গত ৩ জুন রাত ৯টার দিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের ফুলবাড়ি এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় সৌম্য চৌধুরীকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে সৌম্য চৌধুরী ফেসবুকে নিজের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের নাম উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।