দিরাইয়ে সাংবাদিকদের সাথে নতুন ওসির মতবিনিময়

সুনামগঞ্জের দিরাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেনের সাথে দিরাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ওসি কাজী মুক্তাদির হোসেন, এসআই তপন দাস, এসআই সাত্তার, এসআই অরুপ, এসআই মাহবুব, দিরাই প্রেসক্লাব সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সাবেক সহসভাপতি শাহজাহান মাহমুদ হেলাল, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোজাহিদ ইসলাম সরদার, সাবেক যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, সদস্য মোশাহিদ আহমদ সরদার, জাকারিয়া হোসেন জুসেফ, হিল্লোল পুরকায়স্থ, রুকনুজ্জামান জহুরী, জীবন সুত্রধর, দিপংকর বনিক দিপু প্রমুখ।

দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। পুলিশের কাজ হলো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সমাজের অপরাধ দমনে কাজ করা, আর সাংবাদিকদের কাজ হলো সঠিক তথ্য নির্ভরশীল সংবাদ প্রকাশ করা। পুলিশ এবং সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ নির্মূল করা সম্ভব।

এ ব্যপারে তিনি উপজেলার সকল মিডিয়াকর্মীদের সহযোগিতা কামনা করেন।