দিরাইয়ে ভাটিবাংলা সমবায় সমিতির ঈদ উপহার

সুনামগঞ্জের দিরাইয়ে ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ২ টার দিকে ভাটিবাংলা সমবায় সমিতির অফিস কক্ষে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।

ভাটিবাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত সাগর দাস’র সভাপতিত্বে ভাটিবাংলা যুব কল্যান পরিষদের সাধারন সম্পাদক জিয়াউর রহমান লিটন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শুভ দাস।

অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম খেজুর, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, মোশাহিদ আহমেদ, হিল্লোল পুরকায়স্থ প্রমূখ।

এসময় অতিথিবৃন্দ একশত উপকারভোগী নারী-পুরুষের মাঝে উপহারের শাড়ি ও লুঙ্গি তুলে দেন।