দিরাইয়ে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের হানা, আটক ৫

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে উপজেলা বিএনপির কালো পতাকা মিছিল। এসময় মিছিল থেকে ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে থানা পয়েন্ট সংলগ্ন কৃষি ব্যাংকের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিরাইয়ে কালো পতাকা মিছিলের প্রস্তুতি নেয় উপজেলা বিএনপি। থানা পয়েন্ট সংলগ্ন কৃষি ব্যাংকের সামনে থেকে বের হয়ে মিছিলটি মধ্য বাজার এলাকার মুক্তিযোদ্ধা পয়েন্টে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় পুলিম মিছিলে ধাওয়া দিয়ে বিএনপির ৫ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন- দাউদপুর গ্রামের শহিদুল হকের পুত্র সুলেমান মিয়া (২৭), সকিতপুর গ্রামের সাফিউজুর রহমানের পুত্র রিফাত সরদার (১৯), আবুল কাশেমের পুত্র ফুয়াজেল (২৬), আছরিক মিয়ার ছেলে মোজাক্কির (২০) এবং ঘাগটিয়া গ্রামের ছিদ্দেক মিয়ার ছেলে মানিক মিয়া ৫০)।

আটকের বিষয়টি স্বীকার করে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, আটক ৫ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।