দিরাইয়ে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ১৪৩০ বঙ্গাব্দের বর্ষবরণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ৭টায় মঙ্গল শোভাযাত্রা বের করে দিরাই উপজেলা প্রশাসন। শোভাযাত্রাটি পৌর শহরের কালনী সেতু পর্যন্ত প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে এসে মিলিত হয়।

আনন্দলোক সংঙ্গীত একাডেমির সভাপতি ও বাংলাদেশ বেতার শিল্পী অমিয় রায় অশোকের সার্বিক তত্বাবধানে ও উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাসের সঞ্চালনায় সংগঠনের স্থানীয় শিশুশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এরপর ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে প্রাণবন্ত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা তথ্য কর্মকর্তা পারমিতা দাস।

উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনি রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশান্ত সাগর দাস, শুভ্র দাস, সাংস্কৃতিক কর্মী বিপ্লু রায় প্রমুখ।

দিরাই উপজেলা খেলাঘর, রাধারমণ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে।