দিরাইয়ে জমি নিয়ে সংঘর্ষে ১জন নিহত, আহত ৭

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামে ১জন নিহতসহ ৭ জন আহত হয়েছেন। সোমবার (০৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের উজানধল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন গ্রামের মৃত আরিফ উল্লা’র ছেলে।

গ্রামবাসী সুত্রে জানা যায়, মৃত আনোয়ার হোসেনের আপন ভাই সানোয়ার হোসেন, ওয়ারিদ মিয়া ও চাচাতো ভাই সুফি মিয়ার সাথে গ্রামের মনফর মিয়ার (নিহত আনোয়ার হুসেসনর বিয়াই) সাথে দীর্ঘদিন ধরে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ কৃত জমিতে গতকাল রোববার মনফর মিয়ার লোকজন ধানের চারাগাছ রোপণ করে। বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সোমবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় নিহত আনোয়ার মিয়াসহ গ্রামের লোকজন সংঘর্ষ থামানোর সময় আনোয়ার হোসেন মাটিতে লুটিয়ে পড়লে নিহত আনোয়ার হোসেনসহ আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্মরত ডাক্তার মনি রানী তালুকদার আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) শহিদুল হক মুন্সি জানান, নিহত আনোয়ার হোসেনের লাশের সুরতহাল প্রতিবেদন লিখে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। আহতরা হলেন সুফি মিয়া, আবুল কালাম, সানোয়ার মিয়া, টিটন মিয়া ও উজ্জল মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সুজন মিয়া, মেহেদী হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।