দিরাইয়ে জগদল কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

জগদল কলেজ, ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়কে অবাঞ্ছিত ঘোষণা করেছেন স্থানীয় ছাত্র-জনতা। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের দায়ে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে বিভিন্ন দাবি নিয়ে স্থানীয় ছাত্র-জনতা কলেজ অধ্যক্ষের কার্যালয়ে উপস্থিত হলে অধ্যক্ষ পংকজ কান্তি রায়কে পাওয়া না যাওয়ায় আন্দোলনরত ছাত্র-জনতা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

জানা যায়, স্থানীয় এলাকাবাসী দীর্ঘদিন ধরে কলেজকে ডিগ্রি পর্যায়ে উন্নিতকরণসহ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অধ্যক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসলেও তিনি কালবিলম্ব করতে থাকেন। এছাড়া কলেজে নিয়মিত অনুপস্থিতি, নিয়োগ, বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকি তার স্বেচ্ছাচারী মনোভাবের কারণে শিক্ষার মানোন্নয়নে কোনো কার্যকরী ভুমিকা নেননি বলেও অভিযোগ করেন তারা। এমন অবস্থায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা একপর্যায়ে অধ্যক্ষের রুমে তালা ঝুলিয়ে রাখেন।

এ ব্যাপারে অধ্যক্ষ পংকজ কান্তি রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ ছিল।

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষনার বিষয়ে কলেজের বাংলা বিভাগের প্রভাষক বদরুজ্জামান সরদার জানান, ‘বিগত দিন অধ্যক্ষ্য পংকজ কান্তি রায় কোন কারনে কলেজে আসেননি তা আমার জানা নেই। তবে ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন তিনি।’

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই অধ্যক্ষ পংকজ কান্তি রায় কলেজে অনুপস্থিত রয়েছেন।