৫ আগস্ট গণঅভ্যুথানে পতন হওয়া স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের গণহত্যার বিচারের দাবিতে দিরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় একটি বিক্ষোভ মিছিল বের করে দিরাই উপজেলা ও পৌর ছাত্রদল।পরে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে আলোচনা সভায় রূপ নেয় মিছিলটি।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈণ উদ্দিন চৌধুরী মাসুক। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, কৃষিবিষয়ক সম্পাদক মানিক তালুকদার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি উপজেলা আহবায়ক সজীব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সৈদুর রহমান তালুকদার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর আহমেদ, শাহ খুররম ডিগ্রী কলেজের আহবায়ক শোয়েব খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া, আক্তার হোসেন, রাব্বী চৌধুরী, তাড়ল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ নুর, রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক রহমান, জগদল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, রফিনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম মঈন সহ শতাধিক নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘ইতিহাসের নির্মম গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা ও তাদের দোসরদের দেশে এনে বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে এবং উপযুক্ত বিচার করার ব্যবস্থা করতে হবে। তাঁরা আরো বলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা পরিবারের পাশে থাকার আহবান জানান।’