দিরাইয়ে খাসজমির ডুবা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

সুনামগঞ্জের দিরাইয়ে খাসজমির ডুবাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার করিমপুর ইউনিয়নের বাঙ্গালগাও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে খাস জমির ডোবায় মাছ ধরাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দা আইন উদ্দিন ও ইউপি সদস্য রাজিয়া বেগমের লোকজনের মাঝে সংঘর্ষ শুরু হয়। প্রায় ২ ঘন্টারও অধিক সময়ের এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সংঘর্ষে গুরুতর আহত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মোস্তফা মিয়া(৬০),আফাজ উদ্দিন (৩৩),নুসুর উদ্দিন(৪০),সালমান আহমেদ (২৬),দেলোয়ার হোসেন (৩২) নামে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যপারে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ‘এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের ইতিমধ্যে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।’