দিরাইয়ে ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট ট্রেনিং সম্পন্ন

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন বলেছেন, দেশের ছাত্র রাজনীতির রয়েছে গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে ছাত্রদের ভূমিকা প্রশংসনীয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চালিকা শক্তি ছিল রাজনীতিবিদ, নেতারাই আইন প্রণয়ন করবেন, দেশের উন্নয়নে কাজ করবেন কালের আবর্তে এসব আজ স্মৃতি। ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, ‘আজ যেভাবে এক সারিতে বসে ছাত্রলীগ-ছাত্রদল সহ সকল ছাত্র নেতারা প্রশিক্ষণ নিয়েছে, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে, ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে, সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়তে, তোমরা কাজ করবে; এ আমার বিশ্বাস।

বুধবার (২১ ডিসেম্বর) তিনদিনব্যাপী ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট ট্রেনিং এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ দিরাই এর পিস এ্যাম্বাসেডর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কোঅর্ডিনেটর সামছুল ইসলাম সরদার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিস এ্যাম্বাসেডর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, জাইকা প্রতিনিধি হোসাইন আহমেদ বিপ্লব, প্রশিক্ষক শুভময় পাল, হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মোজাম্মেল হক, ইয়ূত মোবিলাইজার অফিসার সাঈদ আহমেদ, একাউন্ট অফিসার কুদরত পাশা।

বক্তব্য রাখেন ছাত্র লীগ-ছাত্রদলসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।