বন্যাকবলিত সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শনিবার (১৮ জুন) দিবাগত মধ্যরাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাত ১টা থেকে ৩টা পর্যন্ত নগরীর প্রায় সবগুলো মসজিদের মাইকে বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশের কথা জানিয়ে এলাকাবাসীকে সচেতন থাকতে বলা হয়।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মানুষের চিৎকার-চেচামেচির শব্দ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। অনেকেই ডাকাতি ঠেকাতে দা, লাঠি, বাঁশসহ দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসেন।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিভিন্নজনকে সিলেটে ডাকাতির ঘটনা ঘটছে জানিয়ে পোস্ট দিতে দেখা গেছে।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, “আমরা খবর পেয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছি। কেউ আতঙ্কিত হবেন না, পুলিশ মাঠে আছে।”
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গৌতম দেব বলেন, “সিলেট শহরে ডাকাতি হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকেই আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন, কোথাও কোথাও মসজিদে মাইকিং করা হচ্ছে। প্রত্যেক জায়গায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”