সিলেটে টানা ১০ দিনের সফল নাটক মঞ্চায়নে শেষ হলো একুশের আলোকে নাট্য প্রদর্শনী। গত ২৭ ফেব্রুয়ারি নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে ১০ দিনব্যাপী এই নাট্য প্রদর্শনী শুরু হয়। যার আয়োজক ছিল, সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ।
সিলেট সিটি করপোরেশনের এর পৃষ্ঠপোষকতায় একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে সহযগিতাকরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সিলেট।
বৃহস্পতিবার সন্ধ্যায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী এনডিসি।
এসময় তিনি বলেন, ভাষার মাসে শুরু হয়ে নাট্য প্রদর্শনী মহান স্বাধীনতার মাসে শেষ হলো। এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, নাটকের মধ্য দিয়ে মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলা হয়, দেশ ও দশের কথা, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশর অগ্রগতির কথা তুলে ধরা যায়। বায়ান্ন ও একাত্তরের চেতনাকে নাট্যকর্মীরা নিরলসভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোবারক হোসেন, সংবর্ধিত ব্যাক্তিত্ব এডভোকেট লুৎফুল মজিদ, লোক সংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ, প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন।
এসময় সিলেটের সাংস্কৃতিক আন্দোলনে বিশেষ অবদান রাখা সারদা স্মৃতি ভবন প্রতিষ্ঠাতা দাতা পরিবারকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও নাটকে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ নাট্য পরিষদ সন্মাননা গ্রহণ করেন, প্রবীন নাট্যজন এডভোকেট লুৎফুল মজিদ চৌধুরী, ফোকলোরে বাংলা একাডেমির সম্মানজনক পদক প্রাপ্তিতে সুমনকুমার দাশকে নাট্য পরিষদ সন্মাননা জানায়, অংশগ্রহণকারী নাট্য দল সমূহকে দেয়া হয় উৎসব স্মারক।
এদিকে একুশের আলোকে নাট্য প্রদর্শনীর দশম ও শেষ দিনে মঞ্চস্থ হয় নাট্যমঞ্চ সিলেট এর নাটক ‘সুখের খোঁজে সুখলাল’।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, আলো- খোয়াজ রহিম সবুজ, আবহ সংগীত মারজান চৌধুরী, মাছুম আহমেদ। নাটক শেষে নাট্য দলকে সম্মাননা জানান বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন ও পরিচালক অনুপ কুমার দেব। উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সহ-সভাপতি জয়শ্রী দাস জয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছ আহমেদ তন্ময়, অর্থ সম্পাদক অচিন্ত কুমার দেব, নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, রিয়াজুর রাব্বি।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এক বিবৃতিতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন সহ সকল নাট্যমোদী দর্শক ও শুভানুধ্যায়ীদের একুশের আলোকে নাট্য প্রদর্শনী সফল ও স্বার্থক করে তোলার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।