বিশ্বকাপে দলের বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন ইনজামাম-উল-হক।
সোমবার (৩০ অক্টোবর) এমন সিদ্ধান্ত জানিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার।
বিশ্বকাপের চলতি আসরে প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ান শ্রীলঙ্কার বিরুদ্ধেও জয় পায় বাবর-রিজওয়ানরা।
এরপরই শুরু হয় টানা পরাজায়। একে একে চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। আগামীকাল মঙ্গলবার ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচের আগেই আজ প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন ইনাজমাম-উল-হক।
তবে পাকিস্তানের কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, মূলত স্বার্থের সঙ্ঘাতের কারণেই পদত্যাগ করেছেন ইনজামাম। তিনি এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন, যেটির মালিক ক্রিকেটারদের এক এজেন্ট। ফলে ক্রিকেটারদের নির্বাচনে সেই ব্যক্তির হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবির) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন বিবৃতি দেয়া হয়নি।