সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানকে মেয়র পদে নির্বাচিত করার অঙ্গীকার করেছেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ যে উন্নয়ন সাধিত হচ্ছে, সেই উন্নয়ন যাত্রায় সিলেট সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত রাখতে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর নৈতিক দায়িত্ব হচ্ছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করা।
নৌকা প্রতীকের মেয়র প্রার্থীকে বিজয়ী করতে নিজেরা ঐক্যবদ্ধ উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ‘আনোয়ারুজ্জামানকে বিজয়ী করে তাঁরই নেতৃত্বে আমরা সিলেট সিটিকে স্মার্ট সিটি হিসেবে গড়তে চাই।’
রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক।
পরে সদ্য প্রয়াত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এডভোকেট মনসুর রশীদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সহ-সভাপতি মো. নজরুল ইসলাম রেজওয়ান, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেলালের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন, প্রয়াত নেতৃবৃন্দের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, এডভোকেট শাহ মো. মোসাহিদ আলী, নাজনীন হোসেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মবশ্বির আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এড. মিসবাহ উদ্দিন সিরাজ, মোস্তাকুর রহমান মফুর, মো. নিজাম উদ্দিন চেয়ারম্যান, লুৎফর রহমান, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, শাহাদাৎ রহিম, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আনহার মিয়া, এডভোকেট নুরে আলম সিরাজী, এম কে শাফি চৌধুরী এলিম, মো. আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো. জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, আবুল লেইছ চৌধুরী, ডা. নাজরা আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, জেলা মৎস্যজীবী লীগের, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক দিনা আক্তার, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ।