দয়ামীরে ১৫টি দোকান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

ওসমানীনগর উপজেলার দয়ামির বাজারে ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।

শুক্রবার দিবাগত ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমাঝেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দয়ামীর বাজারের সুপারি গলির একটি দোকানে আগুন লাগে। ভোর রাতে আগুন লাগায় জনশূন্য থাকায় বাকি ১৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছেন, ইউসুফ আলীর চায়ের দোকান, সোনা মিয়ার মুদির দোকান, জিতু মিয়া, লোকমান আলী আক্তার আলী, আনছার আলী, সেবুল মিয়া, নেপাল নাথ এবং হাসু নাথের দোকানসহ অন্তত ১৫টি দোকান।

দয়ামীর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুস শহিদ বলেন, তাজপুর ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনের আগুন নিভাতে সক্ষম হন এবং কিছু সুপারি উদ্ধার করা গেলেও প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

তাজপুর ফায়ার সার্ভিসের প্রধান মো. অপু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা যাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়লে ১৫টি দোকানে ভস্মীভূত হয়ে যায়। এতে অনেক ক্ষতি হয়েছে।’