লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র উদ্যোগে ও প্রবাসীর অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামে ত্রাণ বিতরণ দেওয়া হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ক্লাবের ডাইরেক্টার লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতায়াল্লী আব্দুল মছব্বির, মুরব্বি তবারক আলী, শফর আলী, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সহ-সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, অর্থ সম্পাদক সেবুল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, সদস্য আমির আলী প্রমুখ।
এছাড়াও মুরব্বিয়ান, সমাজসেবী ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে বন্যার্তদের মধ্যে চাল, আলু, ডাল, পিয়াজ, লবণ ইত্যাদি বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বন্যার্তদের মধ্যে সহায়তা পৌঁছে দেওয়া সামাজিক সংগঠন, বিত্তবান, সমাজসেবী সহ সকলকে নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বিভিন্ন দুর্যোগে বঞ্চিত ও বিপদগামী মানুষের পাশে সহায়তা নিয়ে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা থাকে। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে। বক্তারা এই ক্লাবের মত অন্যান্য ক্লাবগুলোকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।