সিলেটের দক্ষিণ সুরমায় বন্যাদুর্গত কয়েক হাজার পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা করেছে রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্ট। মঙ্গলবার (২ জুলাই) বন্যাদুর্গত এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এজিএম মোহাম্মদ মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মো. এনামুল হক, দৈনিক দেশ রূপান্তর এর সিলেট ব্যুরো চিফ ফখরুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।
রূপায়ন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতি ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, ‘চলতি বছর সিলেট অঞ্চল এনিয়ে তৃতীয় দফা বন্যাকবলিত হয়েছে। একবার বন্যার পানি নামতে না নামতেই আবার বন্যা আসছে। ফলে বন্যাকবতিলদের কষ্ট-দুর্ভোগ বেড়েই চলেছে। এই দুঃসময়ে রূপায়ণ গ্রোপ বন্যাকবলিতদের পাশে দাঁড়িয়ে মহত্তের পরিচয় দিয়েছে। রূপায়ণ গ্রোপের এমন মহতি উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।’
এছাড়া রূপায়ণ গ্রোপের কর্মকর্তারা জানান, ‘সিলেটের বন্যাকবলিত লোকজনকে রূপায়ণ গ্রোপ
নিজেদের বন্ধু হিসেবে দেখছে। বিপদগ্রস্থ এই বন্ধুদের জন্য রূপায়ণের খাদ্যসহায়তা অব্যাহত থাকবে।’