দক্ষিণ সুরমায় অভিনব কায়দায় অটোরিকশা ছিনতাই

সিলেটের দক্ষিণ সুরমায় অভিনব কায়দায় ডিবি পুলিশ সেজে ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর রহমান পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অটোরিকশার মালিক ওসমানী নগরের কেশবপুর গ্রামের মৃত আইয়ুব উল্ল্যাহ’র ছেলে হেলাল মিয়া।

হেলাল মিয়ার অভিযোগ মতে, গত ১৯ সেপ্টেম্বর দুপুর সোয়া দুইটার দিকে দক্ষিণ সুরমা থানার নাজিরবাজারে তার অটোরিকশা চালক রিপন মিয়া দাঁড়িয়েছিল।এসময় অজ্ঞাত দুই ব্যাক্তি এসে রশিদপুর পয়েন্টে যাবে বলে ভাড়া নির্ধারণ করে। রশিদপুরের রহমান পেট্রোল পাম্পের সামনে যাবার পর সেখানে আগে থেকেই ওৎপেতে থকা একটি মাইক্রোবাসে ছিলো আরও তিনজন। এসময় নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে ওই দুই যাত্রীসহ রিপনকে গাড়িতে তোলে তারা, একইসময়ে তাদের একজন অটোরিকশাটি চালিয়ে তেলিবাজারের দিকে নিয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা বিকাল তিনটার দিকে জালালাবাদ থানার তেমুখিপয়েন্টে গিয়ে রিপনকে গাড়ি থেকে নামিয়ে দুটি মোবাইল নম্বর : ০১৮১৯-৬৯১৬১৫ ও ০১৮১০-৫৮৬১৯১ দিয়ে সন্ধ্যায় সিলেট ডিবি অফিস থেকে গাড়ি নিয়ে আসার জন্য বলে। পরবর্তীতে ওইদিন ৫বিকাল টার দিকে ডিবি অফিসে গিয়ে যোগাযোগ করা হলে ওই নম্বরের ব্যক্তিদের কেউ চিনেনা বলে জানান।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার এসআই ও অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শফি মাহমুদ জানান, অভিযোগ পাওয়ার পর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহসহ অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।