ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি) কলেজ সিলেটের নাট্যসংগঠন ‘থিয়েটার মুরারিচাঁদ’র আয়োজনে বিজয়ের ৫২বছর ও নাট্য সংগঠনটির এক দশক পূর্তি উপলক্ষে ১০দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন মুরারিচাঁদ (এম.সি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ও অর্থনাীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ বেগম, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর রায়, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ সহ মুরারিচাঁদ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
রেজাউল করিম রাব্বির সঞ্চালনায় শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন থিয়েটার মুরারিচাঁদের শিল্পীরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন থিয়েটার মুরারিচাঁদের সাধারণ সম্পাদক রিংকু মালাকার। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা, থিয়েটার মুরারিচাঁদের একদশক পূর্তিতে অভিনন্দনও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ তাঁর বক্তব্যে বলেন ‘দেশের যেকোন সংকটে সংস্কৃতিকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের সংস্কৃতিচর্চা হবে আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে’।
অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ উৎসবের উদ্বোধন ঘোষণা করার পর আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১০ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে :
৮ ডিসেম্বর : বীর মুক্তিযোদ্ধা সম্মাননা
৯ ডিসেম্বর : থিয়েটার আড্ডা
১০ ডিসেম্বর : পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
১১ ডিসেম্বর : বিজয়ের কবিতা পাঠ
১২ ডিসেম্বর : কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ
১৩ ডিসেম্বর : কলেজ ছাত্রাবাসে বৃক্ষরোপণ
১৪ ডিসেম্বর : বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
১৬ ও ১৭ ডিসেম্বর : প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা (নাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তি)।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবে- কথাকলি, নগরনাট, থিয়েটার বাংলা, পাঠশালা, নৃত্যশৈলী, ছন্দ নৃত্যালয়, অনুরণন সাংস্কৃতিক সংগঠন, মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ, মুরারিচাঁদ রোভার স্কাউট গ্রুপ, রি-ভাইব মুরারিচাঁদ মিউজিক্যাল ক্লাব ও থিয়েটার মুরারিচাঁদ।
দশ দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি উষা কান্ত বিশ্বাস ও সাধারণ সম্পাদক রিংকু মালাকার।