ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ৪ গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চেলেরঘাট এলাকায় পৌঁছালে চাকার হাওয়া বেরিয়ে যায়। পরে ওই বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাস সিগন্যাল দিয়ে থামান। সেই বাসটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তোলার সময় পেছন থেকে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদেকুর রহমান জানান, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তারা সবাই গার্মেন্টস কর্মী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট ভয়েস/এএইচএম